ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লি: টিমে নতুন করে যুক্ত হলো আরো দু জন এসোসিয়েট কনসালটেন্ট

doctors team2

নাক কান গলার বিশেষায়িত চিকিৎসা সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে আমাদের টিমে নতুন করে যুক্ত হলো আরো দুজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন। যারা এসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কাজ করছে। বর্তমানে আমাদের হাসপাতালে মোট ৩ জন এসোসিয়েট কনসালটেন্ট এবং ৬ জন রেসিডেন্ট মেডিকেল অফিসার কাজ করছেন।

এসোসিয়েট কনসালটেন্ট বৃন্দ :

  • ডাঃ আশিক এলাহি
  • ডাঃ মামুনুর রশিদ
  • ডাঃ সাব্বির আহমেদ

রেসিডেন্ট মেডিকেল অফিসার বৃন্দ :

  • ডাঃ মোঃ আল আমিন
  • ডাঃ শাওন
  • ডাঃ জান্নাতুল ফেরদৌস বৃষ্টি
  • ডাঃ সুমন
  • ডাঃ তুষার
  • ডাঃ মোবাশ্বের
doctors team

যারা আমাদের চিফ কনসালটেন্ট ডাঃ বাসুদেব কুমার সাহা’র দীর্ঘ সিরিয়ালের বিড়ম্বনায় ভুগছেন আশা করি আপনাদের এই বিড়ম্বনা অচিরেই দূর হয়ে যাবে।

আমাদের টিম সব সময় পাশে আছে আপনাদের। আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন।

শুভেচছান্তে
ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড
২৪/১ শানটাওয়ার, শান্তিনগর, ঢাকা।
০১৩২৪২৫৪৪৯৮, ০১৩২৪২৫৪৪৯৯

09613651020