৪র্থ বর্ষে পদার্পণ করলো ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড

3rd Year Anniversary

২০২১ সালের ১২ই ডিসেম্বর যাত্রা শুরু করে দেশের প্রথম স্পেশালাইজড নাক-কান-গলা হাসপাতাল ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। চীফ কনসালটেন্ট ডাঃ বাসুদেব কুমার সাহা’র হাত ধরে ইতিমধ্যেই আমাদের হাসপাতালটি জয় করে নিয়েছে সারা দেশের নাক-কান-গলা রোগীদের আস্থা ও বিশ্বাস। হাটি হাটি পা পা করে সাফল্যময় ৩টি বছর শেষ করে ৩য় বর্ষপূর্তি উদযাপন করলাম আমরা।

গত ১২ই ডিসেম্বর ২০২৪ তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ সেরা বিশেষজ্ঞ চিকিৎসকগন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডাঃ নুরুল ফাত্তাহ রুমি, অধ্যাপক ডাঃ এ.এফ মহিউদ্দিন খান, ডাঃ মোঃ মশিউর রহমান, ডাঃ নিতিশ কৃষ্ণ দাস, অধ্যাপক ডাঃ মামুন মোরশেদ, অধ্যাপক ডাঃ ইন্দ্রজিত প্রসাদ, ডাঃ মনির উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ বি কে বিশ্বাস, সহকারী অধ্যাপক ডাঃ ওমর ফারুক প্রমুখ। বিশেষ কারনে উপস্থিত থাকতে পারেন নি অধ্যাপক ডাঃ আশরাফুল ইসলাম, তবে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন।

আমাদের বিজ্ঞ পূর্বসূরী গণ তাদের বক্তব্যে যেভাবে আমাদের অনুপ্রানিত করেছেন তা আশাতীত ছিল। আপনাদের সবার উপস্থিতি আমাদের অনুঠানকে সাফল্যমণ্ডিত করেছে।

উল্লেখ্য গতবছর যাত্রা শুরু করা ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার থেকে প্রশিক্ষন গ্রহন করা ১০ জন নবীন ডাক্তারকে সার্টিফিকেট প্রদান করা হয় এই অনুষ্ঠানে। একই সাথে গত ৩রা নভেম্বর ২০২৪ তারিখে সিলভার প্লে বাটন আনবক্সিং ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে লাটারীর মাধ্যমে নির্বাচিত প্রথম পুরস্কার মোবাইল ফোন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় এই অনুষ্ঠানে।

আপনাদের ভালোবাসা এবং সমর্থনে ম্যালিয়াস এগিয়ে যাচ্ছে আগামীর পথে। অতীতের মত আগামীতেও আপনাদের দোয়া ও আশীর্বাদ অব্যাহত থাকবে আমাদের জন্য, সেই আশা করি। ধন্যবাদ।

অনুষ্ঠানের কিছু ছবিঃ

09613651020